|
---|
বাবলু হাসান লস্কর : সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ও নিহত পরিবার গুলির সহায়তায় এপিডিআর সংগঠন। সুন্দরবনে জীবন-জীবিকার তাগিদে মৎস্যজীবী ও মৌলেরা বাঘের দ্বারা আক্রান্ত হন। বাঘে আক্রান্ত পরিবাররা দীর্ঘদিন ধরে সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত।
১) তাদের সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা করা ২) মাসে ন্যূনতম ১০ হাজার টাকার পারিবারিক পেনশনের ব্যবস্থা করা
৩) আক্রান্তের পরিবারের সব শিশুদের শিক্ষার সমস্ত দায়ভার সরকারকে নিতে হবে ৪) পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। এমনি সকল দাবিতে আজ এ পি ডি আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা এবং কুলতলি বিট অফিসে বিক্ষোভ-ডেপুটেশন। প্রতিনিয়ত সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে যাওয়া মানুষজন বাঘের আক্রমণে আহত ও নিহত হচ্ছে,অপর দিকে মাছ কাঁকড়া ধরার সময়ে কুমির তাদের টেনে নিয়ে চলে যাচ্ছে। আগামী দিনগুলিতে এই সমস্ত পরিবারের সদস্যরা যাহাতে ক্ষতিপূরণ তাড়াতাড়ি পায় তার জন্য এ পি ডি আর এর পক্ষ থেকে আজ এই ডেপুটেশন।