এস ইউ সি আই কমিউনিস্ট দল পরিচালিত পঞ্চায়েত দখল নিলো তৃণমূল কংগ্রেস

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠার পর থেকে কুলতলি বিধানসভার বাইশহাটা গ্রাম পঞ্চায়েত দখলে ছিল এস ইউ সি আই কমিউনিস্ট দল, দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনে কুলতলী বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল নির্বাচিত হওয়ায়, একের পর এক বিরোধী দলে থাকা পঞ্চায়েত গুলি তৃণমূল কংগ্রেস দলের দখলে আসে। আজ থেকে কুলতলী বিধানসভার তেরোটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হল। বিরোধী দলের আর পঞ্চায়েত রইল না। বিগত দিনে এই অঞ্চলের প্রশাসনিক দায়িত্বে অর্থাৎ প্রধান গন ছিলেন যথাক্রমে আব্দুল কাদের বৈদ্য,জর্জিজ আলি লস্কর,গৌর মিস্ত্রি,ভূপাল হালদার,দূর্গা চরন সরদার,ফিরুজা ঘরামী,মারুফা গাজি,রসিদ ঘরামী, ফিরুজা ঘরামি। একুশ সদস্যদের বাইশহাটা গ্রাম পঞ্চায়েত যেখানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল পাঁচ,এস ইউ সি আই কমিউনিস্ট দলের ১৬ জন সদস্য। গত বাইশে সেপ্টেম্বর প্রধান ফিরুজা ঘরামি পদত্যাগ করায়, আজ এই প্রথম তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হয়। মহেশ্বরী নস্কর,জরিনা মোল্লা,নাসিরা সেখ,রিজিয়া সেখ,মুর্শিদা গায়েন। এস ইউ সি আই কমিউনিস্ট দলের পার্থী ফিরুজা ঘরামি, কাশীনাথ বৈরাগী, আমিনুদ্দিন মণ্ডল,শাজাহান সিপাই,নাসির উদ্দিন সেখ,লক্ষ্মী নাইয়া, শামসুদ্দিন ঢালি, কার্তিক সরদার,গোলাম গাজি, মাধাই মণ্ডল, বলরাম হালদার, চম্পা সরদার,ডলি গায়েন,জয়ন্তী নস্কর,মনিরুল মোল্লা, এসমোতারা মণ্ডল।