|
---|
মালদা ৬ আগস্ট। পাঁচ দফা দাবির ভিত্তিতে পুরাতন মালদা পৌরসভা অফিসে পুরাতন মালদা টোটো চালকদের ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি হয়ে গেল মঙ্গলবার।এদিনের এই ডেপুটেশনকে কেন্দ্র করে পুরাতন মালদার মির্জাপুর মোড় থেকে টোটো চালকরা একটি মিছিল সহকারে এসে পৌরসভা অফিসের সামনে জমায়েত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। এই ডেপুটেশনকে কেন্দ্র করে পৌরসভা চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল মালদা থানার পক্ষ থেকে। এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেয় আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে এবং মালদা জেলার বামফ্রন্টের শ্রমিক সংগঠন সি.আই.টি.ইউ জেলা সভাপতি কৌশিক মিশ্র সহ প্রায় চার শতাধিক টোটো চালক। পৌরসভার সামনে দীর্ঘক্ষণ ইউনিয়নের নেতৃত্বরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ডেপুটেশন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ডেপুটেশনকারীদের কথা কাটাকাটি হয়। ডেপুটেশনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল পুরাতন মালদা পৌর এলাকার টোটো রিক্সাকে ইংরেজবাজার শহরে প্রবেশের অনুমতি দেওয়া, অন্যান্য পরিবহন শ্রমিকদের সমস্ত সুযোগ-সুবিধা টোটো চালকদের দেওয়া, অবিলম্বে সর্বদলীয় সভা ডেকে টোটো চালক যাতে ইংরেজবাজার শহরে যাতায়াত করতে পারে তার জন্য ঐক্যমত তৈরি করে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা। এই সব বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে প্রায় ৭-৮ জনের একটি প্রতিনিধিদল পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মহাশয়কে ৫ দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করে।