জেলা মণ্ডল স্তরের ১০০ জন নেতা নিয়ে সদস্যতা পর্যালোচনা বৈঠক করেন দিলীপ ঘোষ

জাকির হোসেন সেখ, নতুন গতি, ২১ আগষ্ট, আমতলা: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিম ভাগের জেলা মণ্ডল স্তরের ১০০ জন নেতা নিয়ে সদস্যতা পর্যালোচনা বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। 

    ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর থানার
    আমতলার জেলা কার্যালয়ে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ ২৪ পরগনার পশ্চিম ভাগের সদস্য সংগ্রহ নিয়ে বিজেপি দলের এই সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন বিষয়ক যুগ্ম সম্পাদক কিশোর বর্মন, কলকাতা জোনের কনভেনর গৌতম চৌধুরী, জেলা পর্যবেক্ষক হরেকৃষ্ণ দত্ত, জেলা সভাপতি অভিজিত দাস (ববি), সহ-সভাপতি সুফল ঘাঁটু প্রমুখ।কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “যুগান্তকারী এই সিদ্ধান্ত যে মানুষের কল্যাণের জন্য নেয়া হয়েছে একথা জনগণকেই বোঝাতে হবে।” তৃণমূলের উদ্যেশ্যে তিনি কটাক্ষ করে বলেন, “মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া এখন “দিদিকে বলো” প্রোগ্রাম উপলক্ষে নিজের দলের কর্মী সমর্থকদের বাড়ীতে না গিয়ে জনসংযোগের নামে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছেন, এত কাটমানি টাকা খাওয়া হয়েছে যে কর্মীরাও আর খেতে দিতে চাইছেন না।”