|
---|
অতনু ঘোষ, নতুন গতি, হুগলি: প্রতিবছরই বাসায় চন্ডী পুজো কে কেন্দ্র করে নরনারায়ন সেবার আয়োজন করে থাকেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের কোঁচমালি বোরাগড়ী কৃষি উন্নয়ন সমবায় সমিতি । আর তাই প্রতিবছরের মতো এবছরও তারা নর নারায়ণের সেবার আয়োজন করলেন । আর সেমতই গতকাল থেকেই খিচুড়ির রান্নাবান্নার জন্য প্রস্তুতি ছিল তুঙ্গে । সবজি কাটা থেকে খিচুড়ি রান্না রাত থেকেই শুরু হয়ে যায় । আজ সকাল 12 টা থেকে নরনারায়ন সেবা শুরু হয় ।
হুগলি ও বর্ধমান জেলার সংযোগস্থলে অবস্থিত কোঁচমালি বোরাগড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির হিমঘর। এখানে মা প্রতিষ্ঠিত বাসায় চন্ডী রূপে। আর এই মা বাসায় চন্ডী পূজা উপলক্ষে প্রতিবছর হয় খিচুড়ি ভোগ বিতরন। কোঁচমালি বোড়াগাড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানা যায় , প্রায় হাজার হাজার মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রসাদ গ্রহণ করে থাকেন । এলাকার আশেপাশের গ্রামের মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে আসেন ।
এই খিচুড়ি প্রসাদ গ্রহণের জন্য সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো । রীতিমত উৎসবে পরিণত হয়েছে বাসায় চন্ডী পূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ ।