|
---|
নিজস্ব সংবাদদাতা :বাগডোগরা এক যুবকের মৃতদেহ উজ্জলের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম সুশান্ত বর্মন বয়স ২৩ বছর।ওই যুবকের বাড়ি বাগডোগরা বিমান নগর এলাকায় বলে জানা গিয়েছে। গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে সে। এদিন সকালে যুবকের ঘরে যুবকের ঝুলন্ত দেখতে পান পরিবারের লোকেরা। ঘটনার খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে, পুলিশ ঘটনাস্থল এসে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।