ইঞ্জিনিয়রের আহ্বানে প্রসূতি মহিলাকে রক্ত দিতে এগিয়ে এলেন তরুণ শিক্ষক শক্তিপদ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: হঠাৎ রক্তের জরুরি প্রয়োজনে রক্তদানে এগিয়ে এলেন শিক্ষক শক্তিপদ ভূঁইয়া। কেশপুর ব্লকে চরকার বাসিন্দা মূর্শিদা খাতুন বিবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমাতে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রসূতি মায়ের জরুরী প্রয়োজনে “এ” পজেটিভ রক্তের প্রয়োজন হয়। ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় সমস‍্যায় পড়েন রোগীর আত্মীয়রা। তাঁরা ডোনারের সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেন ।

    চরকার বাসিন্দা সেখ মণিরুল আলম যোগাযোগ করেন মুগবসানের বাসিন্দা শিক্ষক সেখ মহম্মদ ইমরানের সাথে, ইমরানবাবু মারফৎ খবর পৌঁছায় কেশপুর ব্লকের তরুন ইঞ্জিনিয়ার তুহিন কুমার ঘোষের কাছে। তুহিন বাবুর আহ্বানে সাড়া দিয়ে রক্ত দিতে এগিয়ে আসেন কেশপুর ব্লকের লেপসা জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ ভূঁইয়া। শক্তিবাবু রাত ১০টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন।

    ব্লাড ব্যাংকে উপস্থিত ছিলেন তুহিনবাবু ও সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিক।ফাকরুদ্দিনবাবু এই মহিলার জন্য রক্ত যোগাড়ে প্রথম থেকেই চেষ্টা করছিলেন। শক্তিবাবু রক্ত দিতে এগিয়ে আসায় বেজায় খুশি প্রসূতি মহিলার আত্মীয়-স্বজনরা। তাঁরা শিক্ষক শক্তিবাবু এবং ইঞ্জিনিয়ার তুহিনবাবু সহ এই প্রক্রিয়ায় যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য মুর্শিদা খাতুন বিবির কোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মা ও নবজাতিকা উভয়েই ভালো আছেন।