ঘাটালে বিজয়া সম্মেলনীতে শুভেন্দু অধিকারীর স্মৃতিচারণায় ‘আমার নেত্রী’, আমার দল’ রাজনৈতিক মহলে জল্পনা

 

    নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: বর্তমান রাজ্য রাজনীতিতে তৃণমূলের হেভিওয়েট নেতার শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়ছে । পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিদ্যাসাগর স্কুলের খেলার মাঠে দুর্গাপুর ইউনাইটেড ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডাকে বিজয়া সম্মিলনীতে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক স্মৃতিচারণায় উঠে এল ‘আমার দল, আমার নেত্রী’-র কথা।
    তিনি বলেন, ‘২০১১ সালে যখন আমাদের নেত্রী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন তখন এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি সেই সব রাজনৈতিক ইতিহাস ভুলিনি। আমাদের প্রার্থীকে মেরে হাত ভেঙে দিয়েছিল।’ এই থেকেই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক জল্পনা। যদিও এই সভাতে তৃণমূলের প্রতীক বা দলনেত্রীর ছবি ছিল না। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার শুভেন্দু অনুগামী এই সভায় উপস্থিত ছিলেন। সপ্তাহ খানেক আগে থেকে প্রস্তুতি নেওয়া এই সভাতে আগত সমর্থকদের জন্য এগ বিরিয়ানির ব্যবস্থা ছিল। এদিনের সম্মিলনীতে শুভেন্দু বলেন, আপনাদের সঙ্গে ছাত্রাবস্থায় ছিলাম। আজ আছি। ভবিষ্যতেও থাকব। আমরা এগোব, অন্যরা দেখবে আর কাঁদবে। চরৈবেতি চরৈবেতি মন্ত্রে আমরা এগিয়ে যাব। ট্রাকগুলো যায় দেখেছেন, পিছনে লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।

    এদিকে, আবার নাম না করে শুভেন্দুকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন,”মমতা বন্দ্যোপাধ্যায় নামে গাছের তলায় বড় হয়েছিস। ৪টে মন্ত্রিত্ব পেয়েছিস, ৪ খানা চেয়ারে আছিস। কত পেট্রোল পাম্প করেছিস! মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস।”