|
---|
মহম্মদ ফারহান, নতুন গতি, হাওড়া: হাওড়া শহরের পর আমতা, হয়ে আজ বাগনান থানা এলাকায় নাগরিক পদযাত্রা ও সচেতনতা কর্মসূচি। আমরা সবাই জানি এবছর কোভিড পরিস্থিতিতে বায়ুদূষণ রোধে কড়া পদক্ষেপ নিয়ে হাইকোর্টের রায়ে সব রকম বাজী পোড়ানো নিষিদ্ধ হয়েছে দিপাবলী উৎসবে। এই দাবী নিয়ে আগে থেকেই বিভিন্ন দফতরে ডেপুটেশন দিয়েছে পরিবেশ মঞ্চ ও হাওড়ার বিভিন্ন পরিবেশ ও বিজ্ঞান সংগঠন।
কদিন আগেই হাওড়া শহরে পদযাত্রা হয়, জগৎবল্লভপুরে কানা দামোদর নদীতে নৌকায় চড়ে নদীর পার্শবর্তী এলাকায় সচেতন করা হয় মানুষকে। গত কাল আমতা থানা থেকে আমতা সিটিসি বাস স্ট্যান্ড পর্যন্ত পুলিশের সহযোগিতায় নাগরিক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। আজ এই কর্মসূচীর অংশ হিসাবে বাগনানে নাগরিক পদযাত্রা ও সচেতনতা কর্মসূচি নেওয়া হল।
এদিন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সাথী সংগঠন বেড়াবেড়িয়া ব্রতচারী ধামের তরফে রনপা নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বাগনান রেল স্টেশনে। পথসভা করে মানুষকে বাজি পোড়ানোর ফলে ও ডিজের ব্যবহারে কিভাবে শব্দদূষণ ও বায়ুদূষণ হচ্ছে ও এই কোভিড পরিস্থিতিতে আরো কত বিপদ মানুষের জীবনে নিয়ে আসছে সেটা তুলে ধরেন – মঞ্চের সভাপতি মাননীয় ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস মহাশয়।
উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবেশ সংগঠন ও সমাজসেবক সংগঠন। উপস্থিত ছিলেন – মঞ্চের সম্পাদক – শুভ্রদীপ ঘোষ, প্রিয়া দাস, শতাব্দী বেরা সহ নতুন তরতাজা ছেলেরা। ছিলেন বাগনানের অনেক প্রবীন নাগরিক। স্বজনের পক্ষে চন্দ্রনাথ বসু, ছিল তুলসীবেড়িয়া মহিলা সমিতির তরফে একঝাঁক লড়াকু মহিলা, বেড়াবেড়িয়া ব্রতচারী ধামের তরফে রনজিত পাল সহ একাধিক মানুষ।লিফলেট বিলি, ও মুখে শ্লোগান তুলে মানুষকে পরিবেশ নিয়ে, বিশেষ করে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ে সজাগ করা হল। পূর্ণ সহযোগিতায় ছিল বাগনান থানা ও বাগনান থানা সমন্বয় কমিটি।