|
---|
অতনু ঘোষ,বর্ধমান: মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে।
এমনই একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বড়শুল কিশোর সংঘ। পূর্ব বর্ধমান জেলার বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে এদিন বর্ধমান ১ নং ব্লকের বন্ডুল ১ নং গ্রাম পঞ্চায়েতের বন্ডুল বাজারে অসহায় ও দুঃস্থ পরিবারের ৫০ জন মানুষকে কম্বল, বিছানার চাদর, শাড়ি, মশারী, মাক্স, স্যানিটাইজার ও মুদিখানার দ্রব্য ও কাঁচা সব্জি তুলে দেওয়া হয়।
এছাড়াও বন্ডুল গ্রামের ববি রুদ্র নামে একজন বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবন্ধী মহিলাকে বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে প্রতিবন্ধী হুইলচেয়ার তুলে দেওয়া হয়. উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় নিশীথ কুমার মালিক , দেওয়ানদিঘী থানার মেজো বাবু মাননীয় মুজিবর রহমান , কুড়মুন ফাঁড়ির মাননীয় সনাতন চ্যাটার্জি , বন্ডুল ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা পাল , বড়শুল কিশোর সংঘের সভাপতি অমিত সিংহ, বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ সহ ক্লাবের অন্যান্য পদাধিকারিক ব্যক্তিগন. বড়শুল কিশোর সংঘ করোনা ও লকডাউন পরিস্থিতিতে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা বর্ধমান জেলায় বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।তারা একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।