ডা: বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন স্মরণ করতে ইউনিক প্রাথমিক চিকিৎসা পরিষেবা সূচনা ঘোড়াঘাটায়

নতুন গতি নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রুপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন স্মরণ করতে হাওড়া বাগনান থানার ঘোড়াঘাটায় ১লা জুলাই থেকে ইউনিক প্রাথমিক চিকিৎসা পরিষেবা সূচনা করা হলো। বৃন্দাবনপুর সেভেন স্টার ক্লাবের ব্যবস্থাপনায় এবং সেচ্ছাসেবী সংগঠন “স্টার্লিং ট্রুর” সহযোগিতায় এই বিশেষ প্রাথমিক চিকিৎসা পরিষেবা শুরু করা হলো। উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে সকাল দশটায় করোনা বিধি মেনে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে ব্যান্ডপার্টি সহযোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার মূল লক্ষ্য ছিল জনসাধারণের মধ্যে করোনা সচেতন এবং করোনার নতুন স্ট্রেন ডেলটা ও ডেলটা প্লাস এর বিষয়ে সচেতনতা মূলক প্রচার।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হিসেবে দুপুর দুটো থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় চিকিৎসক সুদাম চন্দ্র সেন মহাশয়, ডায়েটিশন দেবযানী সরকার এবং চিকিৎসা সহযোগী বিপ্রদাস ঘোষ মহাশয়। অনুষ্ঠানের পক্ষে সুদাম চন্দ্র সেন বলেন এটা দীর্ঘ দিনের লক্ষ্য ছিল সেই মতো আজকের চিকিৎসক দিবসের দিনটি বেছে নেওয়া হয়েছে এবং আগামী দিনে আরো কর্মসূচি আছে। “স্টার্লিং ট্রুর” এর পক্ষে বিবস্বান সেন বলেন এই প্রজেক্ট এর সাথে যুক্ত থাকতে পেরে তাঁরা ভীষন খুশী এবং আগামীদিনে তাঁদের সংস্থা স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক না না বিষয়ে জীবনমুখি কাজ করতে আগ্রহী। আয়োজক দের পক্ষে আরো বলা হয় এটি কেবল মাত্র এক দিনের নয় বরং ইউনিক প্রাথমিক চিকিৎসা পরিষেবায় প্রতিদিন মানুষ পরিষেবা পাবেন মাত্র ৩০ টাকা ডাক্তারি চার্জের বিনিময়ে। এছাড়াও তাঁদের অন্যান্য পরিষেবার মধ্যে ন্যায্য মূল্যে প্যাথোলজি, নেবুলাইজার, ইসিজি এবং বিভিন্ন সংস্থার সঙ্গে টাইপের মধ্য দিয়ে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করা হবে। এই চিকিৎসা পরিষেবা পাবার জন্য স্থানীয় ক্লাব থেকে কুপন সংগ্রহ করতে হবে।