মরহুম জহুর আলির স্মৃতির উদ্দেশ্যে মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির উদ্যোগে রক্তদান শিবির

এম এস ইসলাম,বর্ধমান : বর্ধমান হাই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা আন্দোলনের প্রাণপুরুষ মরহুম জহুর আলির স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ৫০ জন রক্তদাতা এই শিবিরের রক্তদান করেন। এই রক্তদান শিবির উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক, বিশিষ্ট শিক্ষাবিদ রথীন মল্লিক, বেলকাশ অঞ্চলের প্রধান জাহানারা বিবি, বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের শিক্ষক জয়দেব বাবু, বিশিষ্ট সমাজসেবি মনোয়ার হোসেন,শিক্ষক ওসমান গনি সহ বহু বিশিষ্ট অতিথিরা । বিশিষ্ট শিক্ষক মানবদরদী ছাত্রদরদী মানুষ ছিলেন জহুর আলি সাহেব। তিনি শিক্ষার জন্য বহুবিধ কাজ করে গেছেন এ বিষয়ে বিভিন্ন বক্তারা তার স্মৃতিচারণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা। অনুষ্ঠানে ৭৭ বার রক্তদান করা সাগর আলিকে বিশেষ সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন হাই মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন। সংগঠনের কর্মীরা অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে বিশেষ ভূমিকা গ্রহণ করেন।মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা বলেন তাদের সংগঠন শুধু মাদ্রাসার শিক্ষক-শিক্ষা কর্মীদের নিয়েই কাজ করে না সারা বছর কখনো রক্তদান, মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, রমজান মাসে ইফতার মজলিস, বৃক্ষরোপণ, দুস্থদের সাহায্য সহ বহু সামাজিক কাজের সঙ্গে এই সংগঠন নিজেকে নিয়জিত করে রেখেছে। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের মূল উদ্দেশ্য।