|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেকটি সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে মিড-ডে-মিল বাবদ বরাদ্দ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। শিক্ষা ব্যবস্থার মান ঠিক রাখতে বিগত দিন গুলোতে পড়ুয়াদের জন্য নানারকমের সু্যোগ সুবিধা দিয়ে চলেছে। এবছর করোনা পরিস্থিতির জন্য উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার্থীদের পঠন-পাঠন প্রক্রিয়া ঠিক রাখার জন্য দশ হাজার টাকা ট্যাব বাবদ অনুদান দিয়ে চলেছে যা সত্যিই নজিরবিহীন। শিক্ষা ব্যবস্থার অন্তর্গত প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে কাজ পরিচালনা করছেন তাকে সাধুবাদ জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কেএলসি থানার অন্তর্গত হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা (উঃ মা:) মিড-ডে-মিল বিতরণ কর্মসূচী অত্যন্ত সামাজিক দূরত্ব বিধি মেনে অভিভাবকদের হাতে তুলে দেওয়ার কাজ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইরফান আলী বিশ্বাস মহাশয়, পেশাগত টানে ছুটিতে থাকা সত্ত্বেও মাদ্রাসায় হাজির হয়ে অভিভাবকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সহকারি শিক্ষক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব সহ পরিচালন সমিতির সম্পাদক জুলফিকার আলী মোল্লা, শিক্ষক বাবুলাল সর্দার, নজরুল ইসলাম,শাহ আলম, নূরুল হাসান মোল্লা, অমিত কুমার মন্ডল, কল্পনা কর্মকার, বেনাজির খান সন্তু শেখর মাঝি প্রমুখ ।