|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- পলিটেকনিক কলেজ বোর্ড অফ কাউন্সিলিং বিরোদ্ধে একাধিক অভিযোগ তুলে ডায়মন্ড হারবার পলিটেকনিক কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে,পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা। মূলত ছাত্র ছাত্রীদের তাদের দাবি ডায়মন্ড হারবার পলিটেকনিক কলেজে ফুট ম্যাকানিকাল সিভিল দ্বিতীয় বর্ষের অধিকাংশ ছাত্র ছাত্রীদের ফেল করেছে। বিশেষ করে কাউন্সিলের গাফিলতির কারণ বলে জানান তারা, এবং সেই জন্যই ছাত্র ছাত্রীরা পলিটেকনিক কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এছাড়াও তাদের দাবি বোর্ড অফ কাউন্সিল পাঠানো প্রশ্ন (কোষচেন) হটাত করে আবার পরিবর্তন করে দিচ্ছে, এবং ৬ মাসের সিলেবাস সেটা ৩ মাসে শেষ করিয়ে দিচ্ছে। সেই কারণে অধিকাংশ ছাত্র ছাত্রীরা ফেল করেছে, আবার পরীক্ষার খাতা রিভিউ করতে তিনশত টাকা করে ধার্য করেছে বোর্ড অফ কাউন্সিল। জার ফলে অনেক গরীব পরিবারের ছাত্র ছাত্রীরা খাতার রিভিউ করতে পারছে না, সেই নিয়ে শনিবার বিক্ষোভ দেখাতে থাকে পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা। মূলত তাদের দাবি বোর্ড অফ কাউন্সিল তাদের দাবি সমুহ এগুলো কে নিয়ে বর্যালনা করে দেখতে হবে এবং সকল ছাত্রদের কে পাস করাতে হবে। না হলে আগামী দিনে বোর্ড অফ কাউন্সিল ঘেরাও করার হুশিয়ারিদেন দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা। এই বিষয়ে কলেজ কতৃপক্ষের কাছে গেলে তারা কিছুই জানান নি।