|
---|
নতুন গতি প্রতিবেদক : “বে-সরকারি মাদ্রাসা শিক্ষক প্রকল্প” বাস্তবায়ন করার উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড। আজ সকাল ১০ ঘটিকায়, আল-মদিনা একাডেমিতে (ডক্ঘাট) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসন্তী, ক্যানিং ১, ক্যানিং ২ ব্লক এর বহু ওলামাগন উপস্থিতিত ছিলেন উক্ত অনুষ্ঠানে। এই প্রকল্পের মাধ্যমে আজ ৩টি ব্লকের আবাসিক মাদ্রাসা শিক্ষকগনকে ২৫কেজি চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করা হয়। বর্তমানে এই প্রকল্পে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবাসিক মাদ্রাসা শিক্ষকদের বেতন না পাওয়া প্রায় সাড়ে তিন হাজার শিক্ষকদের দরখাস্ত জমা পড়ে। ওলামা বোর্ডের পক্ষ থেকে তাদের সহযোগিতা করার প্রস্তাব ঘোষণা করা হয়।
এই প্রকল্প বাস্তবায়নে উপস্থিত থেকে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডিরেক্টর আমানুল্লাহ সাহেব, গোরা মন্ডল, হাজী হায়দার আলী প্রমুখ।