|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : ডাক্তারদের প্রয়োজনীয় উপকরণ এর দাবি জানিয়ে অন্ধ্রপ্রদেশের এক ডাক্তার প্রতিবাদ জানান তার মাশুল দিতে হয় কাকে তাকে প্রথমে বরখাস্ত করা হয় এবং তারপরে তার উপরে চলে শারীরিক নিগ্রহ প্রকাশ্য রাস্তায়।ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভাইজ্যাক শহরে। নিগৃহীত ডাক্তারের নাম সুধাকর, সূত্র মারফত জানা যায় তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে PPE কিট এবং মাস্ক এর দাবি জানিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করেন তিনি আরো জানান যে একই মাস্ক এবং সুরক্ষা সামগ্রী ডাক্তারদের 15 দিন ধরে একটানা ব্যবহার করতে হচ্ছিল যা মোটেই সুরক্ষিত নয় ফলে তিনি প্রতিবাদের রাস্তা বেছে নেন।
কিন্তু তার এই প্রতিবাদের ফলে তাকে পড়তে হয় রাজরোষে। অন্ধ্রপ্রদেশের সরকার তাকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে নিগ্রহ চালায়, এই দৃশ্য অত্যন্ত দুঃখজনক যে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তাদের জীবনের বাজি রেখে এই মহামারী সময় 24 ঘন্টা মরন প্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় চিকিৎসা করে সুস্থ করে দেওয়া যায় আর এই পরিস্থিতিতে তাদের সাথে এই নিগ্রহ দুর্ব্যবহার অত্যন্ত দুশ্চিন্তা জনক।