কেশপুরের মুন্ডলিকাতে দুয়ারে সরকার কর্মসূচি, আবেদন 1650

 

    নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর:
    সরকারি প্রকল্পগুলি সুবিধা প্রত্যন্ত এলাকায় বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে শুরু হয়েছে ‘দুয়ারে প্রশাসন’ কর্মসূচি। এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষকে আর অফিসে গিয়ে দরজার কড়া নাড়তে হচ্ছে না।
    সরাসরি এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু ,শিক্ষাশ্রী , মানবিক প্রকল্প , কন্যাশ্রী, জাতিগত শংসাপত্র, ঐক্যশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, বার্ধক্য ভাতা, রুপশ্রী ইত্যাদি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। শুক্রবার কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের অধীন মুন্ডলিকা হাইস্কুলে অনুষ্ঠিত দুয়ারে সরকার কর্মসূচিতে প্রচুর মানুষ সমস্ত প্রকল্পের সুবিধা পেয়েছেন। এছাড়াও এদিন মুগবসান অঞ্চলের লোকগীতি দল লোকগীতির মাধ্যমে মানুষকে করোনা সহ বিভিন্ন সচেতন মূলক গান গেয়ে সচেতনতার বার্তা দিতে চেয়েছেন।

    কেশপুর পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু দোলই, গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী সহ অন্যান্য বিশিষ্টরা।মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সাজেন আলী বলেন, আজকের দুয়ারে সরকার কর্মসূচিতে মোট 1650জন বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে ১০০ দিনের কাজ ,কন্যাশ্রী , রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্প অনেক মানুষ আবেদন করতে আসছে। সরকারের এমন উদ্যোগের ফলে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে।