ছত্রছায়ার ব্যবস্থাপনায় শিশুদের মধ্যে ফল ও দুধের প্যাকেট বিতরণ

সংবাদদাতা,শালবনী:  স্বেচ্ছাসেবী সংস্থা ছত্রছায়া পরিবারের ব্যবস্থাপনায় এবং এই গ্রুপের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক শালবনী থানার আই সি গোপাল বিশ্বাস ও তাঁর সহধর্মিণী কোয়েল বিশ্বাসের ঐকান্তিক সহযোগিতায় শিবরাত্রি উৎসব উপলক্ষ্যে শালবনী ব্লকের ১৩৫ বছরের পুরানো বাঁশবান্দী শিব মন্দির প্রাঙ্গনে শতাধিক শিশুর মধ্যে প্যাকেট দুধ ও ফল বিতরণের ব্যবস্থা করা হয়। ছত্রছায়ার পক্ষ থেকে এই কাজে সহযোগিতা করার জন্য বিশ্বাস দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ছত্রছায়ার বিভিন্ন কর্মকাণ্ডের সাথী এই বিশ্বাস দম্পতি। কিছুদিন আগেই উনারা নিজেদের কন্যার শুভজন্মদিনের অনুষ্ঠানটি ছত্রছায়া গ্রুপের সাথে সমাজসেবা মূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেন শালবনী ব্লকের প্রত্যন্ত গ্রাম বুড়িশোলের দেড় শতাধিক দুঃস্থ শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজন আয়োজন ও নানা উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে।