নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে হাওড়ায় মৌন মিছিল

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে হাওড়ায় মৌন মিছিল

     

     

     

     

     

    অভিজিৎ হাজরা,আমতা,হাওড়া: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই হামলার প্রতিবাদে হাওড়ায় মৌন মিছিল হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

    আজ শুক্রবার বালিতে ধিক্কার মিছিল হয়। বালিতে মিছিলের নেতৃত্ব দেন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ রানা চ্যাটার্জী ।

     

    উলুবেড়িয়া উত্তর বিধানসভা য় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমতায় এক মৌন মিছিল আমতা শহর পরিক্রমা করে।আমতায় মৌন মিছিলের নেতৃত্ব দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ নির্মল মাঝি।