|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শুরু হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্প। শুক্রবার সকালে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক বাসুল ডাঙ্গা অঞ্চলে ন পাড়া স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প। পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস, অঞ্চল প্রধান আলপনা হালদার,বাসুল ডাঙ্গা অঞ্চলের যুব সভাপতি মেহবুব রহমান মোল্লা, চাঁদার যুব নেতা তথা বিশিষ্ঠ সমাজসেবী আলমগীর মোল্লা সহ প্রমুখ। সভানেত্রী মনমহিনি বিশ্বাস জানান বাসুল ডাঙ্গা অঞ্চলের মধ্যে সকলকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেও করে এক হয়ে কাজ করতে হবে। এছাড়া তিনি আরো জানান রাজ্য সরকারের উদ্যোগে সর্ব সাধারণের সুবিধার্তে দুয়ারে সরকার শিবির আবারও চালু হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। যারা লক্ষ্মীর ভান্ডার সহ যেকোনো বিষয়ে আবেদন করেও টাকা পাচ্ছেন না,এই দুয়ারে সরকার ক্যাম্প সঠিক ভাবে আবেদন করেন অবশ্যই এবার থেকে তারাও টাকা পাবেন।