দুর্গাপুর শিল্পাঞ্চলকে সবুজায়ন করতে প্রান্তিকের বৃক্ষরোপণ

লুতুব আলি : দুর্গাপুর শিল্পাঞ্চলকে সবুজায়ন করতে প্রান্তিকের বৃক্ষরোপণ। দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলকে সবুজায়ন করতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক এক অনন্য ভূমিকা পালন করে নজির সৃষ্টি করে চলেছে। এখানকার সবুজ আন্দোলনের সঙ্গে ওতপ্রতভাবে সম্পৃক্ত হয়ে প্রান্তিক নিরাবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। বিগত চার পাঁচ বছর ধরে একের পর এক সামাজিক কাজ ও সামাজিক বনসৃজন করে প্রান্তিক অনেকের নজর কেড়েছে। দুর্গাপুরের উপকণ্ঠে বিজরা হাইস্কুলে প্রান্তিক কিছু মূল্যবান গাছ লাগালো। বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজাম উদ্দিন এই প্রতিবেদককে বলেন, প্রান্তিকের জন্ম লগ্ন থেকেই তিনি তাদের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল। প্রান্তিকের সামাজিক আন্দোলনের প্রতি তিনি আকৃষ্ট হয়ে তাদেরকে তাঁর বিদ্যালয়ে বনসৃজন এর ব্যবস্থা করে দেন। প্রান্তিকের প্রাণপুরুষ তথা সম্পাদক দেবাশীষ বদ্যকর বলেন, দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বনসৃজন এবং তার রক্ষণাবেক্ষণ করে প্রান্তিক এক অনন্য নজির গড়েছে। কবিতায় গানে স্বতঃস্ফূর্তভাবে ভিজরা হাইস্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিলেন বিশিষ্ট বাচিক শিল্পী কাকলি দাসগুপ্ত, সোমা সরকার, মিঠু চক্রবর্তী ছাড়াও দেবাশীষ বাদ্য কর, শান্তনু দত্ত, সুজিত মন্ডল সহ বিজরা হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজাম উদ্দিন এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।