|
---|
রফিকউদ্দিন মণ্ডল : পূর্ব বর্ধমানের কেন্না গ্রামে দুই দিনের ঈদ উৎসব অনুষ্ঠিত হয় কেন্না নজরুল সংঘ এর উদ্যোগে। ছোট থেকে বড় সকলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই বছরের আমেদ হোসেন স্মৃতি সম্মাননা দেওয়া হয় সোনালী কাজী নবম ধূমকেতু পত্রিকার সম্পাদক।কাজী নজরুল ইসলাম এর নাতনি সোনালি কাজী গান ও বক্তব্যে মন ভরিয়ে তোলেন। পরে সুতাপা চৌধুরি আবৃতী করেন কাজী নজরুল ইসলাম এর ।কল্লোল কাজী গান করে সকলকে মুগ্ধ করে তোলেন। ১০০ বাচ্ছাদের ফ্রী মেডিকেল ক্যাম্প দেওয়া হয়, চিকিৎসক ডা. শরিফুল মণ্ডল, বিসি রায় হসপিটাল, ডা. ত্বাহাসিন ইসলাম,পিজি হসপিটাল। কেরাত ও গজল প্রতিযোগিতা বিচারক ছিলেন মওলানা মহ হাদী, সাবিরউদ্দিন। মধ্যামিক ও উচ্চমাধ্যমিক ছেলমেয়েদের সংবর্ধনা দেওয়া হয়। আরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল নিত্যসংগীত এলাকার ছেলেমেয়েরা অংশ গ্রহণ করন, আঁকা প্রতিযোগিতা। কবিতা বিচারক হিসাবে ছিলেন সত্তজিৎ সিংহ রায়,সুনিল ঘোষ। হরবোলা করেন সেখ শামিম। হাস্যকৌতুক করেন জয়ন্ত গাঙ্গুলি,ম্যাজিশিয়ান আনন্দ সানা। ঈদ অনুষ্ঠান উপস্থিত ছিলেন লুতুব আলি সাংবাদিক,মতিয়ার রহমান শিক্ষক, ডা. শরিফুল মণ্ডল, ডা. ত্বাহাসিন মণ্ডল, নজরুল ইসলাম শিক্ষক, সামিম রহমান মণ্ডল, আবুল হাসান মণ্ডল, রফিকউদ্দিন মণ্ডল, ওয়াসিম রহমান মণ্ডল, সাজ্জাদ হোসেন,রফিকুল মণ্ডল, ওসমান মল্লিক, মহ মহিন, ইকবাল হোসেন, তানবীর ইসলাম প্রমুখ।