গত সপ্তাহের শুক্রবারই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পূর্ব রেল তাতে সবিস্তারে দেওয়া আছে, কোন কোন ট্রেন এ কদিন বন্ধ থাকবে একনজরে দেখে নিন তালিকা

নিজস্ব সংবাদদাতা : মে থেকে শুরু করে ৩০ মে পর্যন্ত ৭২ ঘণ্টা বন্ধ থাকছে ব্যান্ডেল স্টেশন। ইন্টারলকিংয়ের কাজের কারণেই স্টেশন বন্ধ থাকবে। আর এর জেরে ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। গত সপ্তাহের শুক্রবারই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পূর্ব রেল। তাতে সবিস্তারে দেওয়া আছে, কোন কোন ট্রেন এ কদিন বন্ধ থাকবে। একনজরে দেখে নিন তালিকা:২৭ মে: হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য শেষ লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ১টা ৩৩, দুপুর ১২টা ৩০ এবং বেলা ১২টা ১০ মিনিটে। বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য শেষ লোকাল যথাক্রমে ছাড়বে দুপুর ১২টা ৫৫, সকাল ১০টা ২০ এবং দুপুর ২টো ১২ মিনিটে।২৭ মে: কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য শেষ ইএমইউ লোকাল ছাড়বে সকাল ১১টা ১০ এবং দুপুর ১টা ৩০ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়া ও নৈহাটির জন্য লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ১২টা ৩৫ এবং ১২টা ৫২ মিনিটে। হাওড়া ও মেমারির মধ্যকার চারটি ইএমইউ লোকাল, শিয়ালদহ-বর্ধমান এবং শিয়ালদহ-কাটোয়ার মধ্যকার এক জোড়া ইএমইউ লোকাল বাতিল। শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে।২৮ ও ২৯ মে (শনিবার এবং রবিবার) ব্যান্ডেলে সমস্ত সমস্ত ইএমইউ, মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে।৩০ মে: হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য প্রথম লোকাল ছাড়বে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টা ২০ এবং ২টা ৩০ মিনিটে। বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য প্রথম লোকাল যথাক্রমে ছাড়বে দুপুর ২টা ৪০, ২টা ৪৫ এবং ৩টে ১০ মিনিটে।৩০ মে: কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল যথাক্রমে দুপুর ১টা ১৫ এবং বিকেল ৪টে ৮ মিনিটে ছাড়বে। ব্যান্ডেল থেকে কাটোয়া এবং নৈহাটির জন্য প্রথম ইএমইউ লোকাল ছাড়বে যথাক্রমে বিকেল ৪টে ৩০ এবং ৩টে ৪১ মিনিটে। হাওড়া ও মেমারির মধ্যকার চারটি ইএমইউ লোকাল, শিয়ালদহ-বর্ধমান এবং শিয়ালদহ-কাটোয়ার মধ্যকার এক জোড়া ইএমইউ লোকাল বাতিল। শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে।