|
---|
মো: নাজমুস সাহাদাত, নতুন গতি: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে থানার প্রধান নেতৃত্বদের ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির ঈদ বয়ে নিয়ে আসুক বিশ্ব শান্তি ও সাম্প্রতির পয়গাম। আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার ওসিকে ঈদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয় সংগঠনের কর্মীদের দ্বারা। বাংলায় প্রশাসনকে আমরা সর্বদা যথেষ্ট সম্মান করি। আমরা চাই পুলিশ প্রশাসন কারো ব্যক্তিগত সম্পত্তি নই পুলিশ প্রশাসন জনসাধারণের রক্ষক ন্যায় এর পক্ষে অন্যায়ের বিরুদ্ধে থাকবে তাই আমরা প্রশাসনকে সবসময় শ্রদ্ধাজ্ঞাপন করি। অবশেষে তিনি জানান, সারা দেশের মানুষকে সংবিধান ও আইনকানুন এর নিয়মনীতি মেনে চলা এবং দেশের প্রশাসন এর প্রতি খারাপ ব্যবহার না করা তাদের প্রতি সংবিধান অনুযায়ী আস্থা রাখা।