|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: দ্বিতীয় বারের জন্য সংখ্যা গরিষ্টতা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র দামোদর দাস মোদী পুনরায় বসায় স্বভাবতই স্থানীয় বিজেপি কর্মীরা আনন্দে আত্মহারা। সেই ঘটনা কে সামনে রেখে বিভিন্ন জায়গার পাশাপাশি ৪ ই জুন বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি র লোকপুর অঞ্চল শাখা। এদিন লোকপুর থানার সম্মুখে বজরংবলীর মন্দির থেকে মিছিলটি শুরু হয়।মিছিলে মোদীর মুখোশ, ছবি,আবির ও বাদ্যযন্ত্র সহযোগে গ্রাম পরিক্রমা করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শৈলেন মাহাতো ও বিজেপি সংখ্যালঘু সেলর পক্ষে মোতাহার হোসেন খান প্রমুখ। বিজেপি খয়রাশোল ব্লক মন্ডলীর সভাপতি সুকুমার নন্দী এক সাক্ষাৎকারে আজকের বিজয় মিছিল সম্পর্কে বিস্তারিত জানালেন। ঝামেলা এড়াতে পুলিশের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতো। এতদিন মুখোশের আড়ালে থাকা মুখ গুলি মুখোশ খুলে বেরিয়ে আসতে যেমন দেখা যায় তেমনি অন্যদিকে স্থানীয় সিপিআইএম দলের নেতাকর্মীদের ও এদিন বিজেপি নেতা শৈলেন মাহাতোর সাথে দেখা করতে বা চুপিচুপি কথা বলতে ও দেখা যায় তানিয়ে আবার কানাঘুষা শুরু হয়, যদিও সেটা সৌজন্য সাক্ষাৎ না বিজেপি তে যোগদানের পূর্বআভাষ তা সময় ই বলবে। তবে এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। ক্যামেরা চালু হতেই স্থানীয় সিপিআইএম নেতা সরে পড়েন । উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কাল থেকে এপর্যন্ত শাসকদল ব্যতিত অন্য কোন রাজনৈতিক দল মিটিং মিছিল এলাকায় সংগঠিত করতে পারেনি, তাই আজকে বিজেপি র বিজয় মিছিলে লোকসমাগম দেখে বিজেপি নেতা কর্মী থেকে পড়শী সকলে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ উল্লেখযোগ্য দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি লিড পায়।