|
---|
নিজস্ব সংবাদদাতা : উদ্ধাস্তু এক পরিবারের আট বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের (minor rape) অভিযোগে ধরা পড়ল এক যুবক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) আলুভার (Aluva) কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কুখ্যাত দুষ্কৃতী বাচ্চা মেয়েটিকে ক্রিস্টালের লোভ দেখেই বাড়ি থেকে ভুলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পর তাকে তিরুবন্তপুরম থেকে গ্রেফতার করা হয়েছে।