|
---|
মুখলেসুর রহমান, নবগ্রাম: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মুকুন্দ পুর গ্রাম। গ্রামের রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তার।কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইলেকট্রিক তার গুলো যতটা উঁচুতে থাকার কথা মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় ঠিক ততটাই নিচু তে রয়েছে! ঝুলে পড়েছে বিপদজনক ভাবে!
স্থানীয়দের অভিযোগ এইভাবে তার গুলো ঝুলে থাকার জন্য এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হয়! এমনকি তার ঝুলে থাকার ফলে তার কেটে গিয়ে মানুষের মৃত্যুর ঘটনাও পর্যন্ত ঘটেছে মুকুন্দপুর গ্রামে।অথচ ইলেকট্রিক দপ্তর থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও স্থানীয়দের অভিযোগ।