|
---|
নতুন গতি প্রতিবেদক,বর্ধমান: বিগত ১৬ মাস ধরে জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের কর্মচারীরা বেতন পাচ্ছেন না। একে লকডাউন অন্যদিকে বেতন বন্ধ এমত অবস্থায় দারুন সংকটে আছেন জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের স্টাফরা। এ বিষয়ে জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের পূর্ব বর্ধমান জেলার প্রোগ্রাম ম্যানেজার কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান আমরা ফাইল রেডি করে প্রজেক্ট ডিরেক্টরের ঘরে পাঠিয়ে দিয়েছি। তারপর বহুবার উদ্যোগ নিয়েও ফাইল আমরা অন্য টেবিলে পৌঁছাতে পারিনি। যদিও শিশুশ্রমিক প্রকল্পের শিক্ষকদের দাবি আমরা অন্যান্য স্কুলের মত আজ পর্যন্ত মিড-ডে-মিল সহ যাবতীয় দায়িত্ব পালন করে চলেছি তারপরও মিলছেনা বেতন।
শিক্ষকদের একাংশের অভিমত আগামী দিনে তাঁরা বেতন না পেলে জেলাশাসকের অফিসের সামনে আমরণ অনশন করবেন।