|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : দ্যা লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া, প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালের পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা । ব্যবস্থাপনায় তিলপি যুববীণা স্পোর্টিং ক্লাব । দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা, ঘূর্ণিঝড়ের সময় সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন আপনাদের পাশেই আছে। যশ নামক ঘূর্ণিঝড়ের সময় ও ঘূর্ণিঝড়ের পরে আপনি যদি বাড়ির মধ্যে থাকেন গ্যাস কিম্বা বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে রাখুন। ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন। কাঁচা বাড়িতে কখনই থাকবেন না। সুরক্ষিত ছাদ ওয়ালা পাকা বাড়িতে থাকুন, কিম্বা নিকটস্থ ফ্লাট সেন্টারে কিংবা স্কুলে উঠুন প্রয়োজনীয় নথিপত্র গুলো গুলি দলিল আইডেন্টি কার্ড আধার কার্ড ব্যাংকের পাশ বই সহ প্রয়োজনীয় কাগজপত্র ভালো করে প্লাস্টিকে মুড়ে রাখুন। যাতে কোনমতে জল না ঢুকতে পারে। সেন্টারে গিয়ে আশ্রয় নিন। রেডিও-টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর এর দিকে লক্ষ্য রাখুন। আপনি যদি বাড়ির বাইরে থাকেন, ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যেই কখনোই প্রবেশ করবেন না। কাছাকাছি নিরাপদ আশ্রয় খুজে নিন । আর সেখানে আশ্রয় নেবেন না । কোভিদ বিধি মেনে চলুন। সর্বদা মাক্স পরুন সেনিটাইজার ব্যাবহার করবেন সোশ্যাল ডিসটেন্স বজায় রাখুন। জেলা প্রশাসন আপনাদের সর্বদা সহযোগিতা করবেন। অযথা আতঙ্কিত হবেন না। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন আপনার পাশেই আছে। খবর দিকে নজর রাখুন। মানুষের সাথে মানুষের পাশে তিলপী অগ্নিবীণা স্পোটিং ক্লাব।