|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: অষ্টম দফার বৈঠকে কী হয়, সেদিকে নজর ছিল গোটা দেশের। শুক্রবারের বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র। নিজের অবস্থান থেকে নড়তে রাজি নয় দুই পক্ষই। ১৫ তারিখ হতে চলেছে ফের বৈঠক। সূত্রের খবর, রাত আটটা থেকে শুরু হয়েছিল সেই বৈঠক। সবমিলিয়ে ১৩ জন কৃষক নেতাকে ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে পঞ্জাব ও হরিয়ানার প্রতিনিধি ছিলেন আটজন। বাকিরা দেশের অন্যান্য প্রান্তের নেতা ছিলেন। একইসঙ্গে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ। যিনি পঞ্জাবের সাংসদ। ২৬ তারিখ ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। এ প্রসঙ্গে হান্নান মোল্লা জানান, পরিকল্পনা মতো প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিল আয়োজন করা হবে। হাজার হাজার ট্রাক্টর তাতে অংশ নেবে।
ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেন, প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকরা পিছু হটবে না। কেন্দ্র চায় আইন সংশোধন করতে। আমরা চাই কৃষি আইন প্রত্যাহার করা হোক। নিজের অবস্থানে অনড় রইল কেন্দ্র। নয়া কৃষি আইন প্রত্যাহার করতে রাজি নয় নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের এমনটাই জানাল কৃষক সংগঠনগুলি। তার জেরে কৃষক বিক্ষোভ নিয়ে আরও জট বাড়ল। একইসঙ্গে বুধবার কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির যে বৈঠক হওয়ার কথা ছিল, তাও বিশ বাঁও জলে চলে গেল।