|
---|
মালদা: মুখ্যমন্ত্রীর আশ্বাসে সমাজের মূল স্রোতে ফিরে এসো চাকুরী থেকে বঞ্চিত মালদা জেলার শতাধিক কেএলও লিংক ম্যান। গতবছর প্রতিশ্রুতি মত রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলার 42 জনকে লিঙ্ক মানকে হোম গার্ড চাকরি দেওয়া হয়েছে। তার পরেও বাকি থেকেছে শতাধিক লিংক ম্যান। এরআগেও চাকরির দাবিতে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে ছিলেন প্রাক্তন কেএলও হল লিংক ম্যানেরা। বারবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও এখনো তাদেরকে প্রতিশ্রুতি মত চাকরি দেয়া হয়নি। তাই চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই মালদা জেলার হবিবপুর বামন গোলা ও গাজোল ব্লকের প্রাক্তন কেলো লিংক ম্যানেরা।
রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলার 42 জন প্রাক্তনকে লোকমানকে চাকরি দেয়া হয়েছে। তবে প্রায় দুই শতাধিক রয়েছে মালদা জেলায়। বাকিদের চাকরির দাবিতে আগামী মুখ্যমন্ত্রীর সফরে দেখা করতে চান তারা। তারই দাবিতে শুক্রবার মালদা জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানালেন প্রাক্তন কেলও লিঙ্ক ম্যানেরা।