|
---|
মালদা: শিক্ষা দপ্তরের নির্দেশিকা মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট নেওয়ার কথা স্কুলগুলিতে। মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ১০০ নম্বরের মধ্যে। সময় দেওয়া হয়েছে ৩ ঘন্টা ১৫ মিনিট। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষা হবে ৫০ নম্বরে। সময় দেওয়া হয়েছে ২ ঘন্টা। নির্দেশিকায় ১৩-৩০ ডিসেম্বরের মধ্যে টেস্ট সম্পূর্ণ করতে বলা হয়েছে। সেই মতো রুটিন দেওয়াও শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।
শুক্রবার টেস্টের রুটিন দিলে ক্ষোভে ফেটে পড়ে গাজোলের রামচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। কোনও সুরাহা না পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। তাদের অভিযোগ, কোনও সিলেবাস শেষ হয় নি। অথচ পরীক্ষা কেমন করে দেওয়া সম্ভব। বিদ্যালয়ের শিক্ষিকাদের ঘেরাও করে রাখা হয়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সঙ্গীতা সেন বলেন, ‘আমরা সরকারি নির্দেশিকা মতো আমরা রুটিন দিয়েছি। কিন্তু পড়ুয়ারা তা কিছুতেই মেনে নিচ্ছে না। আমরা বোঝাবার চেষ্টা করছি। কিন্তু ওরা কিছুতেই পরীক্ষা দিতে চাইছে না। আমাদের এখানে কিছু করার নেই।’