|
---|
সরকার ঘোষিত “কনটেইনমেন্ট জোন”। বন্ধ সরকারি পরিষেবায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী
নতুন গতি প্রতিবেদক : মুর্শিদাবাদের ভগবানগোলায় হু হু করে বেড়ে চলা “করোনা” সংক্রমনের জেরে সরকার ঘোষিত কনটেইনমেন্ট জোন এলাকায় ন্যূনতম পরিষেবার না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সেইমতো মঙ্গলবার স্থানীয় ভগবানগোলা ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশ নারায়ণগঞ্জ পাল পাড়া এলাকায় হাজির হতে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ব্যাপক ক্ষোভ উগরে ক্যান্টনমেন্ট জোনের মধ্যে থাকা অসহায় মানুষেরা। প্রায় চার দিন ধরে দ্বিতীয় দফার কনটেইনমেন্ট জন ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জের পাল পাড়া এলাকায়। প্রায় ২৫ জনের অধিক পরিবারের সদস্যরা কনটেইনমেন্ট জোনের আওতায় রয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে নিয়মিত ন্যূনতম স্যানিটেশন করা তো দূরের কথা, এমনকি কন্টাইন্মেন্ট জনের মধ্যে বন্দী হয়ে থাকা পরিবারের আছে কোন রকম খাবার পৌঁছে দেওয়া হচ্ছেনা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফ থেকে। এখানেই শেষ নয় অভিযোগের ফিরিস্তি। রীতিমত চাঞ্চল্যকর অভিযোগ করে ওই কনটেইনমেন্ট জোনের এক বাসিন্দা বলেন,সরকারের তরফ থেকে টাকা বরাদ্দ করা হলেও স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের যোগসাজশে এর ফলে সেই টাকা ভাগ বাটরা হয়ে যাচ্ছে তাদের ব্যক্তিগত কাজে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ”। পাশাপাশি এলাকার মহিলারাও এদিন ক্যামেরার সামনে তাদের চাপা অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসনের দায়িত্ব কন্টাইন্মেন্ট জনের বন্দীদশায় থাকা মানুষদের পাশে দাঁড়ানো অথচ কেউ এগিয়ে আসছেন না আমাদের সহায়তায়। এমনকি একটি বাড়িতে করো না সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়ায় ওই বাড়ির সদস্যরাও ঘরের মধ্যে বন্দি না থেকে পুরো কনটেইনমেন্ট জোরে ঘোরাফেরা করছে”। বাড়ির যাবতীয় বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে যাওয়া হলে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে”।