|
---|
এ.এস.এম মিনহাজুল:নেট দুনিয়ার অন্ধকার জগৎ তার মধ্যেই আছে ফেসবুক,হোয়াটসঅ্যাপের মত সামাজিক মাধ্যমের গোলোক ধাধা।এই সামাজিক মাধ্যম গুলি আসার পর থেকে মৌখিক আন্তরিকতার পরিমান বেড়ে গিয়েছে অনেক বেশি।তারই সাথে বেড়ে চলেছে ভুল খবর বা ফেক নিউজ পরিবেশন আর প্রচারের বাহুল্লতা।এই ভুল খবর ছড়িয়ে পড়ার কারনে মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তা জীবন হানি থেকে সম্পদ হানি পর্যন্ত সবই।
এই সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার্স। এই ফিচার্স এ থাকছে নতুন কোনও ছবি বা ইমেজ আসলে তা সরাসরি গুগল ইমাজের সাথে সার্চ হয়ে সেই ছবির আসল তথ্য বেরিয়ে আসবে। সাধারন মানুষ খুবই আগ্রহি এই ফিচার্স গ্রহন করার জন্যে আর সমস্ত ফেক নিউজ থেকে দূরে থাকতে।