মহিলাদের শ্লীলতা হানির চেষ্টা: বীরভূমের গ্রামে মহিলাদের হাতে প্রহৃত উত্তরপ্রদেশ থেকে আসা সাধুরা

বিশেষ সংবাদদাতা, বীরভূম: উত্তরপ্রদেশ থেকে এসে বীরভূমের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন সাধুদের একটি দল৷ গত রবিবার রাজনগর থানার রাউতাড়া গ্রামেও যান তাঁরা৷ বাসিন্দাদের অভিযোগ, বুজরুকি দেখিয়ে টাকা আদায় করার পাশাপাশি মহিলাদের শ্লীলতা হানির চেষ্টা করেন সাধুরা৷ এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলা ও গ্রামবাসীরা৷ তাঁরা সাধুদের প্রহারও করেন৷ পরে পুলিশ তাদের ধরে নিয়ে যায়৷ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খবর, রাজনগর থানায় আটক রয়েছেন অভিযুক্ত সাধুরা৷

    এলাকার কিছু মানুষ সংবাদ মাধ্যমকে জানান, অনেক সময়েই বিভিন্ন গ্রামে সাধু ফকিররা এসে টাকা আদায় করেন৷ এদিনও অনেকটা তেমনই ভেবেছিলেন তাঁরা৷ কিন্তু মহিলারা যখন অভিযোগ করেন যে সাধুরা তাঁদের শ্লীলতা হানির চেষ্টা করেছেন তখন ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দারা৷ তাঁরা মারধর করেন তাঁদের৷ খবর পৌঁছয় রাজনগর থানায়৷ এরপর পুলিশ অভিযুক্ত সাধুদের নিজেদের হেফাজতে নিয়ে যায়৷ জেরা করা হয় তাঁদের৷ সাধুদের ওই দলে মোট ১১ জন রয়েছেন বলে জানা গিয়েছে৷ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খবর, সাধুরা স্থানীয় থানার হেফাজতে আটক রয়েছেন৷ তাঁদের সঙ্গে থাকা একটি ষাঁড় , মূর্তি সহ গাড়িও আটক রয়েছে৷ সর্বশেষ পাওয়া খবরে এমনটাই জানা গিয়েছে৷