|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে খাদ্য বিতরণ বর্ধমানে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বর্ধমান শহরের রানিবাগান আদিবাসী পাড়ায় বিনামূল্যে এক মাসের খাদ্য দুস্থদের বিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়া রা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। কোড়াপাড়া বস্তি এলাকা এবং রানীবাগান বস্তি এলাকার ১০২ জন শিশুর হাতে তুলে দেয়া হলো এক মাসের প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত সুষম্ম আহার যার মধ্যে ছিল সয়াবিন, ছাতু এবং সুজি। এছাড়াও শিশুদের হাতে কেক ও চকলেট তুলে দেওয়া হয়। ৫০টি শিশুর ব্যয়ভার বহন করে ৬ বছরের ছোট্ট শিশু শেখ আজিজ আলী খানের পরিবার। আজিজের ও জন্মদিন ছিল এই ১২ জানুয়ারি। আজিজ চেয়েছিল ও তার পরিবার চেয়েছিলেন এই জন্মদিনটি কিছু দুস্থ শিশুদের সাথে কাটাতে। আজিজ আলীর মা শিক্ষিকা রেহেনা ইয়াসিন আলী বলেন, শিশুকে সমাজ সচেতন করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে যুব দিবস। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন আগামী র যুবদের সুভুষ্ট করে তোলার লক্ষ্যেই সংস্থার এই মহৎ উদ্যোগ। সংস্থার রুরাল ডেভেলপমেন্ট অফিসার স্বাগতা গুপ্ত বলেন, এভাবেই শহর ও গ্রামের প্রতিটি কোনায় কোনায় এমন অনুষ্ঠান হওয়া বাঞ্ছনীয়। বাচ্চাদের হাতে চকোলেট তুলে দেন সংস্থার সদস্যা অদিতি যশ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পিতা আঢ্য, শ্রাবন্তী সাহা, শ্রাবন্তী খাঁ, জয়ী সাহা, ইতি পোড়েল প্রমুখ। স্বামীজীর জন্মদিনে এমন উপহার পেয়ে খুশি থুতুম মান্ডি, আদিত্য বিশ্বাস, হিয়া রায়, রাহুল মাড্ডি এবং অন্যান্যরা।