ফারুকিয়া জামমে মসজিদের উদ্বোধন অনুষ্ঠান

ইব্রাহিম মণ্ডল : আজ তারকেশ্বর থানার অন্তর্গত কানাইপুর সরকারপাড়া গ্রামে ফারুকিয়া জামমে মসজিদের উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম সিদ্দিক জমাদার সভাপতি পিরজাদা মুফতি ওসিউল্লাহ ফারুকী সাহেব উক্ত মসজিদে নামাজ পড়ালেন জুম্মার আল কোরআন একাডেমী লন্ডন হুগলি জেলার কোঅর্ডিনেটর জনাব সৈয়দ মোরতোজা আলী সাহেব ও ওসমান আলী সহ বিশিষ্টজনেরা তার সাথে গ্রামবাসির মানুষেরা সৈয়দ মোরতোজা আলী সাহেব বললেন আল্লাহ পাকের অসীম রহমতে মসজিদ তৈরি করা হলো সমস্ত গ্রাম বাসি ও এলাকা বাসি মানুষদেরকে নির্দেশ করলেন পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে এসে পড়ার জন্য এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য ও তার সাথে সমস্ত গ্রাম বাসীর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘটে