ডোমকল থেকে কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, সাধারণ মেয়ে থেকে চলচ্চিত্র পরিচালক, জীবনের না বলা কথা নিয়ে পরিচালক রেহানা পারভিন জেনি, শুনলেন তানবির কাজি

ডোমকল থেকে কলকাতা। কলকাতা থেকে মুম্বাই। সাধারণ মেয়ে থেকে পরিচালক। জীবনের না বলা কথা নিয়ে পরিচালক রেহানা পারভিন জেনি। শুনলেন তানবির কাজি

    প্রথমেই নতুনগতি থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।
    আপনাদেরও অনেক ধন্যবাদ।
    ডোমকলের মতো পিছিয়ে পড়া জায়গা থেকে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই পথ কিভাবে পার করলেন?
    শুধু পিছিয়ে পড়া জায়গা নয়,মুসলিম ঘরের মেয়ে হিসাবে অনেকটাই কঠিন ছিল। কিন্তু বাড়িতে লুকিয়ে,মিথ্যা বলে খুব পরিশ্রম করে কিছুটা জায়গা করতে পেরেছি। এখনো আমার গ্রামের মানুষ বুঝতে পারে না আমি কি কাজ করি। যাইহোক প্রথম থেকে আমার সঙ্গে থেকে আমাকে সাহস দেওয়ার জন্য আমার সহ-পরিচালক দিপায়নকে অনেক ধন্যবাদ ।


    প্রথম সিনেমা “তিনপাত্তি” করার সুযোগ কিভাবে আসলো?
    আসলে “তিনপাত্তি” সিনেমার পরিচালক অন্য ছিল। আমি ও দিপায়ন সহকারী পরিচালক হিসাবে ছিলাম। শুটিং শুরু হওয়ার আগে পরিচালক ও প্রযোজকের মধ্যে ঝামেলা হওয়াতে পরিচালক সিনেমাটি ছেড়ে দেন। তখন প্রযোজক আমাদের সিনেমাটি পরিচালনা করতে বলেন। তারপর সবার জানা।
    অনেকদিন থেকেই মুম্বাইতে থাকছেন, বলিউডের মাটিতে কি তাহলে পা রাখছেন?
    হ্যাঁ। আমি এখন মুম্বাইতেই থাকছি। ওয়েব সিরিজ নিয়ে কাজ চলছে। খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে যাবো।
    কিন্তু আপনার পরবর্তী সিনেমা “আমার শহর” অনেকদিন থেকে খবরে থাকলেও মুক্তি পাচ্ছে না কেন?
    এখনও মুক্তি দিতে পারিনি তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আসলে কিছু সমস্যার জন্য মুক্তি আটকে ছিল। তবে সেন্সর সার্টিফিকেট পেয়েছি,খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে।
    অন্য প্রসঙ্গে গিয়ে যদি প্রশ্ন করি, আমরা সম্মান দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করলেও এখনও বিশ্বে মহিলা পরিচালকের সংখ্যা অনেক কম কেন-আপনার কি মনে হয়?
    প্রথমত, পরিচালনা করা অনেক সময়ের ব্যাপার। দ্বিতীয়ত, এখনও মফঃস্বল জায়গাগুলোর মেয়েরা পরিচালনা ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। কিন্তু সময় পরিবর্তন হচ্ছে। এখন অনেক মহিলা পরিচালক কাজ করছে।
    আমাদের সবার জানা কিছুদিন আগে “ভবিষ্যতের ভূত” সিনেমাটি মুক্তি পাওয়ার পরও সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হলো। এ বিষয়ে আপনার কি মত?
    দেখুন, একটি সিনেমা মানে পরিচালকের ভাবনা। অনেক পরিশ্রম করে পরিচালক তা সবার সামনে নিয়ে আসেন। ফলে যা হয়েছে খুবই নিন্দাজনক। একজন পরিচালক হিসাবে না,একজন দর্শক হিসাবেও মেনে নেওয়া যায় না। আমার সিনেমার সঙ্গে এমন হয়েছিল। অবশ্য এক সপ্তাহ পর নামিয়ে নেওয়া হয়েছিল। জিজ্ঞেস করলে উত্তর এসেছিল উপর থেকে নির্দেশ এসেছে। জানিনা উপর বলতে কে?
    অনেককিছু জানার থাকলেও আজকের সাক্ষাৎকার এখানে শেষ করবো। কিন্তু তার আগে জানতে চাইবো “আমার শহর”- এর পর আপনি কি কি কাজ করছেন?
    ওয়েব সিরিজের কথা তো বললাম। এছাড়াও স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ করলাম। আর কয়েকদিন কাজ বাকি আছে। সিনেমাটির নাম “জিঙ্গেল বেল” ।