ফিরে এল গণশক্তি মেমারি স্টেশনে

ফিরে এল গণশক্ত

    সংবাদদাতা : পরিবর্তনের বাজারে মুখ লুকিয়েছিল বাম বাংলার জনপ্রিয় দৈনিক গণশক্তি। এক সময় হকার বন্ধু রাও  রাখতে ভয় করতেন। দেওয়ালে চেটানো গণশক্তি তে পথ চলতি মানুষের একনজর চোখ বুলিয়ে নেওয়ার দৃশ্যটি অদৃশ্য হয়ে গিয়েছিল। পরিবর্তনের ঢঙ্কা বাজারে চেটাতে গিয়ে চোট খেয়ে কে কদিনই বা আর সে ঝক্কি নেবে! তবে দিন বদলাতে শুরু করেছে। বিয়াল্লিশের  বাংলায় (তাপমাত্রা) বাইশের কাঁপুনিতে, সে গরমের দিন এখন অতীত।  প্রায় বছর আটেক বাদে তাই  দেখা মিলল গণশক্তির। মেমারি স্টেশনে। পূর্বের ক্ষমতার মেদ নেই, জীর্ণ – শীর্ণ অবস্থা। তবু চোখ জুড়ালেন অনেকেই । অবশ্য কাগজে চোখ রাখা আর ইভিএমে হাত রাখা এক নয়। ভারতবর্ষের রাজনীতিতে লাল দলের বিপ্লবীয়ানার গল্পে এখন আর মানুষ হেসেও সময় নষ্ট করতে চায় না।তাবলে মুফতে কাগজ পড়তে তো দোষ নেই। দিদি হলে তো বলেই দিতেন, পার্টি নিজের নিজের, কাগজ সবার!