|
---|
মোল্লা জসিমউদ্দিন : রূপঙ্কর নাটক করেন, সুর সৃষ্টি করেন, গান করেন, শেখানও।লকডাউনের আগে হয়েছিল রূপঙ্কর মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান, তারপর অনলাইন জীবনে,গানের ক্লাসও অনলাইনে শুরু হলো।আকাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়েছিল বর্ধমানে। আকাডেমির শাখা কলকাতার কেষ্টপুর, যাদবপুর, নৈহাটিতে থাকলেও অনলাইন ক্লাসেও রূপঙ্কর আকাডেমির কাজে যথেষ্ট সময় দেন। আগামী ২ সেপ্টেম্বর, গিরীশ মঞ্চে রূপঙ্কর মিউজিক আকাডেমি এর বার্ষিক অনুষ্ঠানে সলিল চৌধুরীর গানে শ্রদ্ধা জানাবেন কিংবদন্তি শিল্পীকে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই তারিখেই আমরা হারিয়েছিলাম সলিল চৌধুরীকে।সেই দিনকে মাথায় রেখে সাজানো রূপঙ্করের বিশেষ নিবেদন। ছাত্র-ছাত্রীরা গাইবেন এতদিনর শেখা গানের মধ্যে কিছু নির্বাচিত গান।
রূপঙ্কর কিছুদিন আগে মঞ্চে ফিরেছিলেন কৃষ্টি পটুয়ার নতুন প্রযোজনা চাঁদমারি নিয়ে। লকডাউনে অনেক কিছুই মঞ্চে এসে করা হয়নি।তার মধ্যে নিজেদের মিউজিক আকাডেমির অনুষ্ঠান অন্যতম। অনেকে বাইরের শহর থেকেও আসছেন পারফর্ম করতে।অনুষ্ঠানে সম্মান জানানো হবে বিশিষ্ট সঙ্গীত আয়োজক অমিত বন্দোপাধ্যায়কে। রূপঙ্কর জানালেন,”অনলাইনে ক্লাস হয়, অনুষ্ঠানও করেছি কিন্তু মঞ্চে মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান অনেকদিন বাদে হচ্ছে। আমরা গানে, গানে সলিল চৌধুরীর একটা বিশেষ শ্রদ্ধাজ্ঞলির আয়োজন করেছি।জীবনের অনেক ওঠা-পড়া, ভাঙা-গড়ায় ওঁনার গান আমাদের শক্তি জোগায়, অনুপ্রাণিত করে।আশা করি সবার এই উদ্যোগ ভালো লাগবে।”