|
---|
লুতুব আলি : ২৯ আগস্ট জামালপুর থানায় এলাকার ২০০ জন দুস্থ ও অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। উল্লেখ্য, পুলিশ সুপার ইতিমধ্যেই তাঁর সার্বিক পারফর্মেন্স এর ওপর আন্তর্জাতিক স্তরে আমেরিকা থেকে বিশেষ পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নাম উঠেছে। বিশ্বের প্রথম সারির আই. পি.এস দের তালিকায় তাঁর নথিভুক্ত হয়েছে। জামালপুর থানার ও.সি রাকেশ সিংহের উদ্যোগে এ দিনের খাদ্য সামগ্রী প্রদান করার অনুষ্ঠানটি সর্বাত্মক রূপ পায়। এক সাক্ষাৎকারে পুলিশ সুপার জানান, নেসলে কোম্পানি ও স্বেচ্ছাসেবী সংগঠন সি এস আর দুস্থ মানুষদের সেবা করার জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এদিন ২০০ জন দুস্থ মানুষদের প্রত্যেককে ১০ কিলোগ্রাম করে চাল, দু কিলোগ্রাম ডাল, এক কিলোগ্রাম সরষের তেল এবং রান্নার যাবতীয় মসলা সামগ্রী তুলে দেওয়া হয়। নেসলে কোম্পানির পক্ষ থেকে জগন্নাথ দাস জানান, সমগ্র রাজ্যে এরকম আড়াই হাজার দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলাতেই ৫০০ জন কে দেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খান সহ জামালপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। পুলিশ প্রশাসনের এই মহতী উদ্যোগকে এদিনের উপভোক্তারা দুহাত তুলে আশীর্বাদ করেন।