|
---|
মো: নাজমুস সাহাদাত,মালদা,নতুন গতি :
মালদার বৈশ্নব নগর থেকে আবারো উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রসহ দুই জন কে গ্রেফতার করল বৈশ্নব নগর থানার পুলিশ। বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে বৈশ্নবনগর থানার পুলিশ। জানা গেছে ধৃতদের নাম হল আসিরুদ্দিন সেখ (৪৫) । বাড়ি বৈশ্নব নগর থানার চক জিরাত টোলা ও মনিরুল ইসলাম (২৬) বৈশ্নব নগর থানার আজম টোলা।
বুধবার রাতে বৈশ্নব নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৮ মাইল মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ দুইজন কে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় দুটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বৈশ্নব নগর থানার পুলিশ।