|
---|
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়ার পারার মহাদেবপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল ৭ জনের। প্রাথমিক পর্যায়ে এই আগুন উনান থেকে লেগেছে বলে মনে করা হচ্ছে।
মৃত ব্যক্তিররা তাল ও খেজুর রস সংগ্রহ করত বলে যানা যাচ্ছে। মৃতদের সবারই বাড়ি কাশীপুর এলাকায়। মহাদেবপুরে অস্থায়ী ছাউনী তৈরী করে তারা ঐ কাজ করত বলে স্থানীয় সূত্রে খবর। ঐ ছাউনিতেই আগুন লেগে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।