|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মৎসজীবী দের স্বাবলম্বী করার জন্য জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় ও পাঁচলা র বিধায়ক জনাব গুলসান মল্লিক সাহেব মহাশয়ের সহোযোগিতায় ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে 50 মৎসজীবী দের হাতে চারা পোনা তুলে দিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সেখ মোঃ এব্রাহিম (গোরা) সাহেব ও কর্মাধ্যক্ষ গণ।