|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :তৃণমূল কংগ্রেসের দলীয় বিধায়কদের সর্বসম্মতিক্রমে তৃতীয় বারের জন্য মমতা ব্যানার্জি কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান জানানোর পরে মমতা ব্যানার্জি আগামীকাল রাজভবনে রাজ্যপাল তাকে শপথ গ্রহণ করাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম অনাড়ম্বর শপথ গ্রহণ করবেন। দলীয় কর্মীরা এই মাহেন্দ্রক্ষণ কে স্মরণ রাখতে ইলেকট্রনিক মিডিয়ায় চোখ রাখবেন এমনই বার্তা সোশ্যাল মিডিয়ায় দেখা মিলছে । বর্তমানে মহামারীর এই সময়ে আংশিক লকডাউনের প্রাক্কালে, সামাজিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে এই প্রয়াশ বলে মনে করছেন জনতা । শপথ গ্রহণে লক্ষ লক্ষ মানুষের ভিড় হওয়ার আশঙ্কা থাকতো । সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করবেন অগণিত মানুষ প্রতিটি মিডিয়ায় নজর রাখার জন্য দলীয় বার্তা দিয়েছেন। এই প্রথম অনাড়াম্বরে তিনি শপথ নেবেন । আগামীকাল ৫ ই মে মমতা বন্দ্যোপাধ্যায় বেলা ১০:৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
এই শপথ গ্রহণকে স্মরণীয় করে রাখতে প্রতিটা জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে জানান দিয়েছেন।