করোনাবিধিভঙ্গকারীদের ধরে ধরে করোনা টেস্ট জলপাইগুড়ি জেলা প্রশাসনের

জলপাইগুড়ি: মাস্ক না পড়লেই করোনা টেস্ট। মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। করোনাবিধিভঙ্গকারীদের ধরে ধরে করোনা টেস্ট করালো জলপাইগুড়ি জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন মহকুমা শাসক সমীর পাল।

    দুয়ারে কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেও। তা স্বত্বেও এখনও বহু মানুষ অসচেতন হয়েই ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যেই। মুখে মাস্ক নেই, নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। সরকারের তরফে করোনা সম্পর্কিত নানান সচেতনতামূলক প্রচার করা স্বত্বেও সচেতন হচ্ছেন না বহু মানুষ। এমনই দৃশ্য সহজেই নজরে আসছে জলপাইগুড়ি শহরে। আর এর বিরুদ্ধেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের প্রতিটি ব্যবসায়ী সমিতি। এদিন দিনবাজার ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সম্পাদক পবন কুমার আগরওয়াল বলেন, করোনা মোকাবিলায় সাধারন মানুষকে সচেতন করতে প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তারাও করোনা সংক্রমণ রুখতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেনতামূলক প্রচার চালাবেন।

    “অভিনব উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের নির্দেশে শহরের বিভিন্ন বাজার এলাকায় পুলিশ ও পুরকর্মীদের নিয়ে অভিযান চালায় জলপাইগুড়ি মহকুমা শাসক সমীর পাল। এদিন সকাল থেকেই মহকুমা শাসকের নেতৃত্বে শহরের বাজার এলাকাগুলিতে মাস্কহীন ব্যক্তিদের ধরে ধরে করানো হয় করোনা পরীক্ষার র‍্যাপিড এন্টিজেন টেস্ট। এদিন দিনবাজার কালিমন্দিরের সামনে অস্থায়ী ক্যাম্পে শতাধিক লোকের করোনা পরীক্ষা করানো হয়। এদিন জলপাইগুড়ি মহকুমা শাসক সমীর পাল বলেন, সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছেন। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন মহকুমা শাসক।