ম্যানগ্রোভ কেটে মেছোভেডি তৈরির অভিযোগে রায়দিঘী নগেন্দ্রপুরের সামন্ত ঘেরি পরিদর্শনে এলেন বন বিভাগের এক প্রতিনিধি দল

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: ম্যানগ্রোভ কেটে মেছোঘেরি তৈরির অভিযোগে রায়দিঘির নগেন্দ্রপুরের সামন্ত ঘেরিতে পরিদর্শনে এলেন বন বিভাগের এক প্রতিনিধি দল।

    ম্যানগ্রোভ কাটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় এক সমাজকর্মী । অভিযোগকারীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার মথরাপুর ২ ব্লক ও কুলতলী ব্লকের ল্যান্ড ডিপার্টমেন্ট এর আধিকারিক সহ বন আধিকারিক ADFO অনুরাগ চৌধুরী,রায়দিঘির বিধায়ক অলোক জলদাদা, কুলতলি আধিকারিক উপস্থিত ছিলেন । ভূমি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সমাজসেবী দুইটি ব্লকের পদাধিকারী ব্যক্তিদের নিয়ে তদন্ত শুরু করেন। এবং এই তদন্ত রিপোর্টে হাইকোর্ট পেশ করবেন । এক শত হেক্টর জমির বিষয় নিয়ে এলাকার একব্যক্তির হাইকোর্টের পিটিশনের ভিত্তিতেই তদন্ত বলে মনে করা হচ্ছে। লিখিত রিপোর্ট কোর্টে জমা দেবার জন্য আজ এই মুহূর্তে তদন্ত । ম্যানগ্রোভ কাটার জন্য এলাকা প্লাবিত হয়েছে যশ নামক প্রাকৃতিক দুর্যোগে । এমনই অভিযোগ করছেন এলাকাবাসী।