|
---|
শিলিগুড়ি: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) -এর উদ্যোগে শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪ নং, ৩৫ নং , ৩৮ নং ও ৪০ নং ওয়ার্ডের মোট পাঁচটি প্রকল্পের আজ শুভ শিল্যান্যাস করা হলো আজ শিলিগুড়ি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে।উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান মাননীয় গৌতম দেব।তিনি জানান পাঁচটি প্রকল্পের মোট আনুমানিক ব্যয় হবে১ কোটি ৯৪ লক্ষ টাকা ।
তৎসহ, পুরনিগমের ১৮ নং ওয়ার্ডের একটি রাস্তা এবং ৪০ নং ওয়ার্ডে আমার গতবারের বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে সম্পন্ন হওয়া একটি সৌন্দর্যায়নের কাজের শুভ উদ্বোধন করা হলো। দুটি প্রকল্পের মোট ব্যয় :- ৩১ লক্ষ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয় ও বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।এদিন গৌতম দেব জানান মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করছেন,আর আমরা বাহক কেবলমাত্র।আমরা শুধুমাত্র মানুষের জন্যই কাজ করতে এগিয়ে আসবো।এদিন পাপিয়া ঘোষ জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ কোন কাজ থামানো চলবে না,তাই আমরা এগিয়ে যাচ্ছি মানুষের সাহায্যের জন্য।