|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : গতকাল কুলতলির দুই মৎস্যজীবী নদীতে কাঁকড়া ধরতে নদী সংলগ্ন খাঁড়িতে যায়। কিছু সময়ের পর কাঁকড়া হাঁড়িতে রাখতে গিয়ে নজরে পড়ে বাঘ মামার। কয়েক মিটার দূর থেকে বাঘ পার হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখতে পেয়ে নির্বাক হয়ে পড়েন,পাশে থাকা সঙ্গী তড়িঘড়ি তাকে ধরে নিয়ে লোকালয়ে চলে আসে। স্থানীয় বাসিন্দাদের ওই সময়ের ঘটনা জানাতে থাকলে তা মুহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের কয়েকটি থানার আধিকারিক তড়িঘড়ি কুলতলির গোপালগঞ্জ এলাকায় চলে আসে,ও এলাকাবাসীদের আশ্বস্ত করেন। বাঘ আসার খবর চাউর হতেই স্থানীয় বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বাঘের এক পলক দেখার জন্য গায়েনের চক বনঘেরী, পাঁচ নাম্বার গরাণকাটী এলাকায় জড় হন। লোকাল প্রশাসনের সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা এলাকায় সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। গতকাল থেকে এখনো পর্যন্ত সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করলেও বাঘ খাঁচা বন্দি না হওয়ায় অসস্থিতে বনদপ্তর। বারে বারে এলাকায় বাঘ আসায়, কালো মেঘের আনাগোনা আতঙ্কিত এলাকাবাসী। সমস্ত ধরনের বন্দোবস্ত করেছেন ফরেস্ট ডিপার্ট মেন্ট, মাইকিং প্রচার চলছে বাঘ ধরার পরিকল্পনা। ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে এখনো পর্যন্ত বাঘ মামা ধরা না পড়ায় দুশ্চিন্তায় বনদপ্তর, বাঘ ধরা না পড়ায় সমস্যার সৃষ্টি হতে পারে। এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে কুলতলী থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন সাধারণ মানুষকে জানান দিতে মাইকিং প্রচার করছেন অপরদিকে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছেন বনদপ্তরের কর্মীরা । কখন পড়বে বাঘ খাঁচায় তারই অপেক্ষায় বনদপ্তরের কর্মীরা।