|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দেশে লাগাতার সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন ১০৮টি প্রাক্তন আমলা।
চিঠিতে লেখা
“দেশে ঘৃণায় ভরা ধ্বংসাত্মক এক উন্মত্ততা প্রত্যক্ষ করছি আমরা। কেবল মুসলিম কিংবা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ই নয়, বলিদানের বেদিতে আজ সংবিধান নিজেই।
এই বিরাট সামাজিক সংকটের সময়ে আপনার নীরবতা আমাদের বধির করে দিচ্ছে।
সাংবিধানিক ও আইনগত যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল এই ধরনের ঘটনাকে আটকাতে, সেটাকেই ঘুরিয়ে ব্যবহার করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের অত্যাচারের হাতিয়ার হিসেবে।”
চিঠি লেখার কারণ প্রসঙ্গে প্রাক্তন আমলাদের বক্তব্য “প্রাক্তন সরকারি কর্মী হিসেবে এমন চরম ভঙ্গিতে নিজেদের মতামত প্রকাশ করা সাধারণ ভাবে আমাদের অভ্যাস নয়। কিন্তু এদেশের প্রতিষ্ঠাতাদের তৈরি করা সাংবিধানিক পরিকাঠামো যেভাবে নিরলস গতিতে বন্ধ করা হচ্ছে, তা আমাদের বাধ্য করছে এভাবে কথা বলতে এবং নিজেদের ক্ষোভ ও যন্ত্রণাকে প্রকাশ করতে।”